parbattanews

রাঙ্গামাটির বিভিন্ন এলাকার রাস্তা উপ-প্রকল্পের ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত ক্ষতিপূরনের চেক বিতরণ

রাঙামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির বেসরকারি উন্নয়ন সংস্থা টংগ্যা’র আয়োজনে ও প্রকল্প ব্যবস্থাপনা কার্যালয়, পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প-২য় পর্যায় এর অর্থায়নে রাইখালী জিসি ফেরিঘাট থেকে রাজস্থলী ভায়া মিতিংগাছড়ি রাস্তা এবং মারিশ্যা বাজার (উপজেলা সদর) মাইনীমুখ বাজার থেকে বাবু পাড়া, বটতলী ও দক্ষিণ সারোয়াতলী রাস্তা উপ-প্রকল্পের ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত ক্ষতিপূরনের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০মে) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত ক্ষতিপূরনের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে রাঙ্গামাটির বেসরকারি উন্নয়ন সংস্থা টংগ্যা’র প্রজেক্ট ম্যানেজার রিতেষ চাকমা, মনিটরিং অফিসার পলাশ খীসা, টংগ্যা’র ডিএফএফ কনশ চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রাইখালীর ২জন, মারিশ্যা বাজারের ৯জন ও রাইখালী নারানগিরি মুখ এর ৭জন  ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে মোট ২৫ লক্ষ ৩০হাজার ৬৯৫ টাকা অতিরিক্ত ক্ষতিপূরনের চেক বিতরণ করেন অতিথিরা।

Exit mobile version