রাঙ্গামাটির মগবানে ৭২০ পরিবারে ভিজিএফের চাল বিতরণ

fec-image

রাঙ্গামাটি সদর উপজেলাধীন ২নং মগবান ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে ১০কেজি করে ৭শত ২০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান হিসেবে ২য় পর্যায়ে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ জুলাই) সকালে শহরের তবলছড়ির মগবান ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এসব অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন সদর উপজেলা প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।

এসময় মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রসিদ এবং মগবান ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার রাঙ্গামাটির কাপ্তাই লেক। প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছের বংশ বিস্তার ও প্রাকৃতিক প্রজনন বাড়াতে কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধ রাখা হয়। সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে থাকে বিএফডিসি। এছাড়া কাপ্তাই লেকে নৌ-পুলিশের সহায়তায় বিএফডিসির নিয়মিত টহল অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন