parbattanews

রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে কাপ্তাইয়ে ১১ হাজার গাছের চারা বিতরণ

বঙ্গবন্ধু‘র জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে কাপ্তাইয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগনের  মাঝে ১১ হাজার ফলজ এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়।

এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সমুহে চারা রোপন করার জন্য ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।

রবিবার (১২ জুলাই) কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা।

এই সময় উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিচ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ‘সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা জানান, কাপ্তাইয়ে ৫৩ টি প্রাথমিক বিদ্যালয় এবং ১৭ টি মাধ্যমিক বিদ্যালয়ে ৭ হাজার আমলকি, জাম, পেয়ারার চারা প্রদান করা হয়েছে।

এ ছাড়া কর্নফুলি পেপার মিলস লিমিটেডকে(কেপিএম) ২ হাজার এবং সাধারণ জনগনের মাঝে আরো ২ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

Exit mobile version