parbattanews

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা মঙ্গলবার (১৮ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদীব কান্তি দাশ, সদস্য মো. জানে আলম, সদস্য সান্তনা চাকমা, সদস্য মনোয়ারা আক্তার জাহান, সদস্য রেমলিয়ানা পাংখোয়া’সহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, জনসেবার মন নিয়ে আমাদের সবাইকে জনগণের পাশে থেকে এ জেলা তথা দেশের উন্নয়ন করতে হবে।

তিনি বলেন, সরকার আমাদের নিয়োগ দিয়েছেন জনকল্যাণের স্বার্থে। তাই  সমন্বয়ের মাধ্যমে এ জেলার মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে যার যার দায়িত্ব নিরপেক্ষ ও সঠিকভাবে পালনেরও পরামর্শ দেন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার বলেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান জানান। কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (অ.দা.) মো. শহীদুল ইসলাম। সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।

সভায় অন্যান্য হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ তাদের বিভাগের স্ব স্ব কার্যক্রম উপস্থাপন করেন।

Exit mobile version