parbattanews

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস ‍পালন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

শনিবার(১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সূর্যোদয়ের সাথে সাথে অস্থায়ী প্রধান কার্যালয় এবং স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল সাড়ে ৯ টার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অঞ্জন কুমার চাকমা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃৃন্দ।

এরপর সকাল সাড়ে ১০ টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে উপাচার্য, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃৃন্দ বৃক্ষের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা মহোদয়।

Exit mobile version