রাঙ্গামাটি সদর উপজেলায় সুবিধা বঞ্চিত অসহায় উপজাতি ও বাঙ্গালীদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

fec-image

রাঙ্গামাটি সদর উপজেলার উপজাতি ও বাঙ্গালী অসহায়-দুস্থ এবং সুবিধাবঞ্চিত মানুষের সেবায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (২৬ এপ্রিল) কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাঙ্গামাটি পৌরসভা’র কাঠালতলী, বনরুপা, তবলছড়ি, গর্জনতলী এবং কালিন্দীপুর এলাকার অসহায়-দুস্থ এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্ববধানে রাঙ্গামাটি সেনা জোন কর্তৃক এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ জনগনের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে এবং তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটি পৌরসভার কাঠালতলী, বনরুপা, তবলছড়ি, গর্জনতলী এবং কালিন্দীপুর এলাকার উপজাতি ও বাঙ্গালী অসহায়-দুস্থ এবং সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও দেশের যে কোন ক্রান্তি লগ্নে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন