parbattanews

রাঙ্গামাটি হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি

রাঙ্গামাটি সদর হাসপাতালে শয্যা সংকটের কারণে মেঝতেও গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা

রাঙ্গামাটি সদর হাসপাতালে মহিলা ও শিশু ওয়ার্ডে শয্যা সংকটের কারণে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে ওয়ার্ডের প্রতিটি শয্যায় দুইটি শিশু আবার কোন কোন শয্যায় তিনটি শিশু রোগী গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে। এতে রোগী ও রোগীর অভিভাবকরা কষ্টে রাত্রিযাপন করছেন বলে অভিযোগ করেন রোগীর অভিভাবকরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে দেখতে গেলে রোগীর অভিভাবকরা এ অভিযোগ করেন।

সরেজমিনে গিয়ে বেশ কয়েকজন রোগীর অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, রাঙ্গামাটি সদর হাসপাতালে মহিলা ও শিশু ওয়ার্ডের শয্যা সংকট হওয়ায় এক শয্যায় দুই থেকে তিনটি শিশু রোগী ভর্তির কারণে রোগীদের সেবা নিতে খুবই কষ্ট হচ্ছে এবং গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। এ সময় দেখা যায় শয্যা সংকটের কারণে কেউ কেউ হাসপাতালের মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার জানান, ইতিমধ্যে হাসপাতালে রোগী বেড়ে যাওয়ায় এবং শয্যা সংকটের কারণে এক শয্যায় দুই রোগী রাখতে হচ্ছে। তিনি আরও জানান, হাসপাতালের তৃতীয় তলায় কাজ চলছে। যদি দ্রুতগতিতে কাজ শেষ হয় তাহলে রোগীদের শয্যা বাড়াতে পারবো এবং রোগীদের ভোগান্তি হবে না বলে তিনি জানান।

Exit mobile version