রাজধানীতে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ৪


রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ইয়াবা ও একটি ব্রান্ড নিউ গাড়িসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।
শুক্রবার (২১ মার্চ) রাতে তাদেরকে হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
শনিবার (২২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহমেদ।
তিনি জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও একটি নতুন গাড়ি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে দুপুর ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয় বিস্তারিত প্রেস কনফারেন্সে জানানো হবে।
ঘটনাপ্রবাহ: ইয়াবা, গ্রেফতার
Facebook Comment