রাজনগর ৩৭ বিজিবির অভিযানে ১৫৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ
রাঙামাটির লংগদু উপজেলায় ৩৭ বিজিবি জোনের অভিযানে গামারি কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চরুয়াখালী বিজিবি ক্যাম্পের আওতাধীন কবিরপুর ৯নং ওয়ার্ড নামক স্থানে বন থেকে কাঠ কেটে চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে নদীর পানির নিচে ডুবিয়ে রেখেছে। তারপর রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম, এসপিপি’র দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস’র নেতৃত্বে একটি বিশেষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১৫৫ ঘনফুট গামারি কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠগুলো পাবলাখালী ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসঙ্গে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।