পবিত্র ঈদুল আযহা উপলক্ষে

রাজস্থলীতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

fec-image

পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে ৩ হাজার ৬১৩টি অসহায়-দুস্থ পরিবার মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হেলাল।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে বরাদ্দকৃত ৩ হাজার ৬১৩টি কার্ড ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা হারে বিভাজন করে তালিকা পাওয়ার পর ইউপি চেয়ারম্যানদেরকে পত্র প্রদানের মাধ্যমে চালগুলো বিতরণের নির্দেশ প্রদান করা হয়।

এরই প্রেক্ষিতে ৩টি ইউনিয়নের মধ্যে ঘিলাছড়ি ইউনিয়নে ১ হাজার ১০০টি, গাইন্দ্যা ইউনিয়নে ১ হাজার ২০০টি ও বাঙালহালিয়া ইউনিয়নে ১ হাজার ৩১৩টি পরিবারে ভিজিএফের বিশেষ এই খাদ্যশস্য নিয়োগকৃত ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতি দরিদ্র ব্যক্তি বা পরিবারকে ট্যাগ অফিসারের উপস্থিতি এ সহায়তা প্রদান করা হচ্ছে । তারমধ্যে কার্ড-প্রতি ১০ কেজি চাল।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানান, উপকারভোগীদের তালিকা এমনভাবে প্রণয়ন করা হয়েছে, যাতে কোনো অবস্থাতেই একই পরিবারের একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ড বরাদ্দ না পায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অসহায়, চাল, দুঃস্থ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন