parbattanews

রাজস্থলীতে অস্ত্রের মুখে জেএসএস সদস্যকে অপহরণের অভিযোগ

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় মংক্যসিং মারমা নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক সদস্যকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির উপজেলা সভাপতি পুলুখই মারমা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালের দিকে উপজেলার গাইন্দা ইউনিয়নের তরুগুমুখ বৌদ্ধ বিহার থেকে শ্রমণ অবস্থায় জোরপূর্বক টেনে হিঁচড়ে তাকে অপহরণ করা হয়েছে বলে সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অপহৃত মংক্যসিং মারমা রাজস্থলী উপজেলার থানা শাখার জেএসএস’র সদস্য, ২নং গাইন্দ্যা ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং গাইন্দা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য।

এই অহরণের ঘটনায় চুক্তি বিরোধী স্বার্থান্বেষী মহলের মদদে আরাকান লিবারেশন পার্টি (এএলপি) সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করেছেন জেএসএস নেতাকর্মীরা।

জেএসএস’র পক্ষ থেকে এই অপহরণের ঘটনায় তীব্র প্রতিবাদ ও অপহৃত মংক্যসিং মারমাকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

Exit mobile version