রাজস্থলীতে আ. লীগের বর্ধিত সভা
রাঙামাটির রাজস্থলী উপজেলা শাখার আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ সেপ্টম্বর) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা।
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ রূপান্তর কল্পে এবং জননেতা দীপঙ্কর তালুকদারের হাতকে শক্তিশালী করার লক্ষে রাজস্থলী উপজেলা শাখা আওয়ামী লীগের এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই নম্বর গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক জেলা পরিষদের চেযারম্যান বৃষকেতু জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, সাবেক সদস্য ত্রিদীব কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, জেলা দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক হারাধন কর্মকার, অংসাইনু মারমা, পুলক চৌধুরী, রবার্ট ত্রিপুরা, আদোমং মারমা, উথোয়াইমিন মারমা, উথিনসিন মারমা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান চিংকিউ রোয়াজা বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সকল নেতাকর্মীদের সুসংগঠিত থেকে নৌকার বিজয়ে একযোগে কাজ করতে হবে।