parbattanews

রাজস্থলীতে উপজেলা প্রশাসনের চাল ও নগদ অর্থ বিতরণ

করোনা ভাইরাস সংকটে কর্মহীন গরীব ও অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসন চাল ও নগদ অর্থ বিতরণ করেছে।

শুক্রবার (২৭ মার্চ) ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলার বিভিন্ন এলাকার হত দরিদ্র পরিবারের মধ্যে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, থানা অফিসার ইনর্চাজ মফজল আহাম্মদ, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুহলাঅং মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম।

বিতরণকালে নির্বাহী অফিসার বলেন, প্রধানমন্ত্রী সব খানে সাড়া দিয়ে বর্তমান পরিস্থিতি সামাল দিতে এক যোগে কাজ করে যাচ্ছে। মানুষ মানুষের জন্য সরকারের সাফল্য সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। তাই করোনাতে কোন অসহায় মানুষ কষ্ট না পায় সে দিকে আমরা সর্বদায় প্রস্তুত আছি।

উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, বঙ্গবন্ধুর কন্যার নির্দেশে আজ থেকে গরীব অসহায় মানুষের জন্য খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করলাম। এ কমর্সূচি অব্যাহত থাকবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কেউ না খেয়ে মারা যাবে না। সম্মিলিত সহযোগিতায় আমরা করোনার কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের পাশে দাঁড়াব।

Exit mobile version