parbattanews

রাজস্থলীতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা 

রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে উপজেলার তিনটি মন্ডবে শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, রাজস্থলী হরি মন্দির, বাঙ্গালহালীয়া দক্ষিনাস্বরকালিবাড়ী, ও ছাগল খাইয়া হরিমন্দিরে চলছে দুর্গা উৎসবের আমেজ। এ উৎসবের আমেজ শেষ হবে দশমির দিন সোমবার সন্ধ্যা বেলায়।

রাজস্থলী হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি সম্ভুবনিক বলেন, প্রতি বছরের মত এবারও তিনটি মন্ডবে সুন্দর পরিবেশে দুর্গার উৎসব শুরু হয়েছে। উপজেলা পরিষদ থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। পুলিশ প্রশাসনও তৎপর। আনসার ভিডিপি মোতায়েন রয়েছে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ববজায় রেখে পূজা উদযাপন করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক জানান, সরকারের আদেশ অনুসারে পূজা উদযাপন করা হবে। কোন প্রকার বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে দিকে সকলকে সজাগ থাকতে হবে। তিনি সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Exit mobile version