parbattanews

রাজস্থলীতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন

রাঙামাটি রাজস্থলীতে এবার এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। উপজেলায় ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন কারিগরী শিক্ষাসহ ৩৩৬ জন। তারমধ্যে কারিগরি পরীক্ষার্থী রয়েছেন ৮৬ জন।

আগামী ১৪ নভেম্বর থেকে ২০২১ সালের এসএসসি এবং সমমান পরীক্ষা শুরু হবে।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানান, এবছর রাজস্থলী উপজেলার রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় ও রাজস্থলী উপজাতিয় আবাসিক বিদ্যালয়সহ ১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বোর্ডের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসনের তত্বাবধানে পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার হলে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য নির্দেশ জানান। তাছাড়া অভিভাবকদেরকে কেন্দ্রে অহেতুক ভীর ও কেন্দ্রের আসে পাশে ঘোরাফেরা না করার জন্য সবিনয় অনুরোধ জানান। কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হবে।

Exit mobile version