parbattanews

রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় অংশ নিবেন ৩শত ৪ জন শিক্ষার্থী

রবিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ এই বছর রাঙামাটির রাজস্থলী উপজেলা হতে সর্বমোট ৩শত ৪ জন পরীক্ষার্থী অংশ নিবেন বলে জানান রাজস্থলী কেন্দ্রের কেন্দ্র সচিব রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আসলাম হোসেন।

এ সময় তিনি জানান, রাজস্থলীর ১টি কেন্দ্রে ৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শত ৪ জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নিবেন। তৎমধ্যে রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় হতে ১৪৪ জন,গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে ১২০ জন এবং রাজস্থলী উপজাতিয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে ৪০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবেন।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Exit mobile version