parbattanews

রাজস্থলীতে করোনা সন্দেহ ৩ রোগী আইসোলেশনে

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় করোনা সন্দেহে তিন জনকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা জানান, বুধবার (৬মে) বিকাল ৩টায় তিনজন  উপজেলা হাসপাতালে আসলে করোনা রোগী সন্দেহ করা হলে তাদেরকে আইসোলেশনে ভর্তিকরা হয়।

রোগীরা হলেন, অংসিনু মারমা, পিতা ঋসিংমং মারমা, গ্রাম গাইন্দ্যা পাড়া থানা রাজস্থলী।অপু মারমা পিতা লুইঅং মারমা, গ্রাম বাঙ্গালহালিয়া থানা চন্দ্রঘোনা উপজেলা রাজস্থলী। সুইখ্য মারমা, পিতা সুইশেপ্রু মারমা গ্রাম ইসলাম, পুর( রাজবিলা) জেলা বান্দরবান, সকলে ঢাকা নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্যাকেটিং গার্মেন্সের শ্রমিক বলে জানা গেছে।

তাদের করোনার নমুনা পরীক্ষার জন্য ফৌজদারহাট পাঠানো হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

বিষয়টি রাজস্থলী থানার ওসি তদন্ত সৈয়দ ওমর সার্বক্ষনিক পর্যবেক্ষণ করছেন বলে অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান গণমাধ্যমকে জানান।

Exit mobile version