রাজস্থলীতে কৃষক দলের সমাবেশ

সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে “কৃষক সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাঙামাটি রাজস্থলী উপজেলার নোয়া পাড়া গ্রামে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের সঞ্চালনায় উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি বিশু সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুভেল, সদস্য সচিব উজ্বল তনচংগ্যা, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, জাসাস সাধারণ সম্পাদক প্রসন্ত, জেলা তাতীদলের সদস্য আবচার হোসেন, মহিলা দলের সভানেত্রী প্রেমা তালুকদার, লাকী মারমা ,মৎস্যজীবি সভাপতি মেদুশে মারমা, শ্রমিক দলের সভাপতি আবদুল হামিদ, তাজুল ইসলাম, খুরশিদুল আলম, মোহাম্মদ আসেম, সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা তার দলবল নিয়ে কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। দেশের সম্পদ লুটপাট করে দেশ থেকে পালিয়েছে। সেই স্বৈরাচারী সরকারে দোসরেরা দেশে বিশৃংখলা সৃষ্টি করতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এজেন্টদের চিহৃিত করে প্রতিহত করতে কৃষকদের প্রতি আহ্বান জানান বক্তারা।