রাজস্থলীতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে


রাঙামাটির রাজস্থলী-বাঙালহালিয়া সড়কে ভিজিডির চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বুধবার (১১ জুন ) দুপুরে ওগারী পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা যায়, সরকার কর্তৃক দুঃস্থ নারীদের জন্য বরাদ্ধকৃত চাল নিয়ে ট্রাকটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদে যাচ্ছিল। চাল নিয়ে ট্রাকটি উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়ায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ঘটনা স্থল পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) সজীব কান্তি রুদ্র।
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment