parbattanews

রাজস্থলীতে জলাতঙ্ক রোধে কুকুরের দেহে টিকাদান বিষয়ে অবহিতকরণ সভা

রাঙ্গামাটি রাজস্থলীতে জলাতঙ্ক নির্মূলে কর্মসূচির আওতায় ব্যাপক হারে কুকুরের দেহে টিকাদান ( এম ডিভি) কার্যক্রম বিষয়ে দিনব্যাপী অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনুষ্ঠিত অবহিতকরন সভায় সভাপতিত্বে করেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা।

স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ভিজিক কন্ট্রোল প্রোগ্রাম রোগ নিয়ন্ত্রন শাখা ( সিডিসি) এ অবহিতকরন সভার আয়োজন করেন। আগামী ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে মরনব্যাধি জলাতঙ্ক নির্মূলে জাতীয় জলাতঙ্ক কর্মসুচির বাস্তবায়নে ব্যাপক হারে কুকুরের দেহে টিকাদান ( এমডি ভি) কার্যক্রম বিষয়ে সভায় উপস্থাপন করেন, রাসেল খান ( এম ডি ভি) সুপারভাইজার, রোগ নিয়ন্ত্রন শাখা স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা, রাবাইতে রহমান রাবী সুপারভাইজার রোগ নিয়ন্ত্রন শাখা ঢাকা।

পরে আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ তৌফিজুল ইসলাম, কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, ওসি মফজল আহমদ খান, ডাঃ নেজাম উদ্দিন, ডাঃ সোহেল চৌধুরী, তিন নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞেমং মারমা, সাংবাদিক চাউচিং মারমা,আজগর আলী খানসহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কর্মীগন।

Exit mobile version