রাজস্থলীতে জেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে জেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছ।
বুধবার (২২ জানুয়ারি) রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নির্দেশে জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান উপজেলার তিন টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এই কম্বল বিতরণ করেন।এর আগে তিনি রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এর সাথে সৈজন্য স্বাক্ষাত করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য প্রতুল দেওয়ান বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এর নির্দেশে এই কম্বল বিতরণ করছি। আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। কম্বল বিতরণের পর তিনি বিহার মসজিদ, এতিম খানা সংস্কার ও বিভিন্ন রাস্তাঘাট নির্মাণের আশ্বাস দেন।
সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন,সহ সভাপতি চাথোয়াই মারমা,জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যান ফ্রন্ট এর সহ সাংগটনিক সম্পাদক জিকো দে, জেলা পরিষদের উপ সহকারি প্রকৌশলী মনতোষ চাকমা, ধনমনি চাকমা, সাবেক গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান সলোমান, মহিলা দলের জেলা সদস্য লাকি মারমা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।