রাজস্থলীতে টিসিবির পণ্য বিক্রি, যুক্ত হল ৫ কেজি চাল
রাঙামাটির রাজস্থলীতে টিসিবি পণ্য নিতে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা। এছাড়া এবার নতুনভাবে পণ্যর সাথে ৫ কেজি করে চাল যুক্ত করা হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকাল ১০টা হতে রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠের এক পাশে লাইন ধরে টিসিবির পণ্য ক্রয় করতে দেখা যায়।
রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১ হাজার ১'শত ৬৩ জন অসহায় ও দুস্থ কার্ডধারীদের মাঝে বাণিজ্য মন্ত্রণালয়ের সরবরাহকৃত টিসিবি পণ্য বিক্রি করা হয়। ২ দিন ধরে ঘিলাছড়ি ইউপিতে ১ হাজার ১'শত ৬৩ জনকে এ পণ্য দেয়া হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানান, সর্বমোট ৪৭০ টাকা মূল্যে প্রতিজন টিসিবির কার্ডধারীকে ২০০ টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ১২০ টাকার বিনিময়ে ২ কেজি মশুর ডাল এবং ১৫০ টাকার বিনিময়ে ৫ কেজি চাল বিক্রি করা হয়।
এ সময় ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা টিসিবির পণ্য উদ্বোধন করেন।
ঘিলাছড়ি ইউপি সদস্য জয়নুল তালুকদার, উদয় তনচংগ্যা, ভূবন সহ অন্যান্য মেম্বারগণ উপস্থিত ছিলেন।
ডিলার জিকো দাশ জানান, টিসিবির পণ্যর সাথে নতুনভাবে ৫ কেজি চাল দেওয়ার ফলে দীর্ঘ লাইন ও সময় একটু বেশি লেগেছে।