রাজস্থলীতে দিনব্যাপী মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব

fec-image

রাঙামাটির রাজস্থলী উপজেলায় মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) আয়োজনে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ জলকেলি অনুষ্ঠিত হয়।

সাংগ্রাই জল উৎসবে মারমা সম্প্রদায়ের যুবক-যুবতী তাদের ঐতিহ্যর পোশাক পড়ে জলকেলিতে মেতে উঠেন এবং মারমা গানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয়।

মারমা সম্প্রদায় এ জল উৎসব পালন করার মূল অর্থ হলো- এক অপরের প্রতি পানি ছিটিয়ে পুরাতন বছরের সকল দু:খ, কষ্ট, গ্লানি, ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে বরণ করা।

রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার ওইদিন সকালে প্রধান অতিথি থেকে মং বাজিয়ে এ উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে গেস্ট অব অর্ণার ছিলেন, বেগম ওয়াসিকা আয়শা খান এমপি।

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, কাপ্তাই জোন কমান্ডার মো. নুর উল্লাহ জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে মাসাস এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন আগত অতিথিরা।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন