parbattanews

রাজস্থলীতে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ , রাজস্থলী - চন্দ্রঘোনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা , রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন , উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ১০ উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল করিম এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

অনু্ষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরো উন্নত রাষ্ট্রে পরিণত হতো। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা পৃথিবীর বুকে একটি লাল সবুজের পতাকা হয়তো না পেতে পেতাম। অথচ সেই নেতাকে ঘাতকরা ১৫ আগস্ট ভোরে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। ১৫ আগস্ট অত্যন্ত শোর্কাত, বেদর্নাত ও কলঙ্কের কালিমায় এক কুলষিত ইতিহাসের এক ভয়ঙ্কর দিন।

Exit mobile version