parbattanews

রাজস্থলীতে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক স্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা

রাজস্থলী প্রতিনিধি:

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় কাপ্তাই তথ্য অফিস কর্তৃক আয়োজিত উপজেলা হলরুমে বৃহস্পতিবার(৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উথিনসিন মারমা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়সুইউ মারমা, ডা. রুইহ্লাঅং মারমা ও প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, মেম্বার, চেয়ারম্যান সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। শিশুদের শিক্ষিত করে তুলতে মায়েদের তুলনা হয় না। প্রত্যেক শিশু যাতে সুস্বাস্থ্য ও শিক্ষা নিয়ে দেশের কাণ্ডারী হিসেবে পরিণত হয়। বর্তমান সরকার শিক্ষাকে প্রাধান্য দিয়ে ঘরে বসে থাকা নারীদের কর্মসংস্থান বৃদ্ধি ও বিধবা ভাতা, ভিজিডি, দিয়ে সাবলম্বী করে তুলছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই তথ্য সহকারী কর্মকর্তা মো. হারুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আজগর আলী খান, সাংবাদিক হারাধন কর্মকার,  সাংবাদিক চাউচিং মারমা, আমছড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোৎস্না আরা বেগম ও মহিলা সদস্যা গৌতমী খিয়াং প্রমুখ।

Exit mobile version