parbattanews

রাজস্থলীতে নিরাপত্তাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাজস্থলী প্রতিনিধি:

জেলার রাজস্থলী উপজেলার হত দরিদ্র ও অসহায় পাহাড়ি-বাঙ্গালী পরিবারের মাঝে কাপ্তাই ৫ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মাহমুদুল হাসান (পিএসসি) এর নির্দেশনায় রাজস্থলী সাব জোনের সহযোগিতায় কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর তানভীর আহম্মেদ (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৭০ পরিবারকে এ শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজস্থলী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার সোহরাওয়ার্দী ও অন্যান্য সেনা সদস্যবৃন্দ। শীতবস্ত্র নিতে আসা কয়েকজন উপজাতি বলেন, শীতের প্রকোপ বেশি হওয়ায় আমাদের প্রত্যন্ত অঞ্চলে শিশু হতে বৃদ্ধ পর্যন্ত শীতে কাবু হচ্ছে। নিরাপত্তাবাহিনী আমাদেরকে শীতবস্ত্র প্রদান করে, শীত নিবারনের যে ভুমিকা রেখেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

নিরাপত্তাবাহিনী এ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বদ্ধ পরিকর। এ শীতের মৌসুমে গত কয়েকদিন আগে ৫ আরই ব্যাটালিয়নের উদ্যোগে রাজস্থলী উপজেলার তালুকদার পাড়া নামকস্থানে এক ম্যাডিকেল ক্যাম্প স্থাপন করে অসাধারণ ভুমিকা রেখেছেন বাংলাদেশ নিরাপত্তাবাহিনী কাপ্তাই ৫ আরই ব্যাটালিয়ন।

বাংলাদেশ নিরাপত্তাবাহিনীর এ ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে তাহলে অদুর ভবিষ্যত এ পার্বত্য রাজস্থলী উপজেলায় পাহাড়ি বাঙ্গালীদের মধ্যে আরো সম্প্রীতি বন্ধনে আবদ্ধ থাকবে।

Exit mobile version