রাজস্থলীতে পাথর বোঝাই ট্রাক উল্টে চালক আহত
রাঙামাটি রাজস্থলীতে নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ট্রাক উল্টে চালক গুরুতর আহত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর ) সকালে উপজেলার লংগদু পাড়া আসমানী পাহাড় এলাকায় পৌঁছালে ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
জানা যায়, চট্রগ্রাম পাথর ডিপো থেকে পাথর বোঝাই করে ট্রাকটি রাজস্থলী ধুমধমিয়া সীমান্ত সড়কে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। যাওয়ার পথে উপজেলার লংগদু পাড়া আসমানী পাহাড় এলাকায় পৌঁছালে ট্রাক টি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক গুরুতব আহত হয়।
এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, রাজস্থলীর সীমান্ত সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর শুনেছি। তবে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাপ্রবাহ: চালক আহত, পাথর বোঝাই ট্রাক, রাজস্থলী
Facebook Comment