মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদ্যাপনের লক্ষ্যে দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে সর্বস্তরের জনতা।দিবসটি পালনের লক্ষ্যে সকালে বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোর শিক্ষার্থীরা শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।এর আগে রাত ১২টা এক মিনিটে রাজস্থলী কেন্দ্রীয় শহীদ মিনারে- উপজেলা প্রশাসন,রাজস্থলী থানা, বিএনপি ও সহযোগী সংগঠন, রাজস্থলী প্রেস ক্লাব, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও- উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।এসময় উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র, রাজস্থলী সার্কেল সহকারি পুলিশ সুপার বেলায়েত হোসেন, থানা অফিসার্স ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী , উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ ,সাধারণ সম্পাদক মঞো মেম্বার, সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দিনব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নান্দনিক হস্তলেখা, হাসপাতাল মসজিদ-মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনাসহ আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।