রাজস্থলীতে প্রমীলা খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ


রাঙামাটি রাজস্থলী উপজেলার প্রমীলা খেলোয়াড়দের মাঝে ফুটবল খেলার জার্সি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, ছোট ছোট মহিলা ফুটবলপ্রেমীদের মাঝে এ জার্সি বিতরণ করেন।
বিতরণকালে জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা বলেন, বর্তমান সরকার ক্রীড়ামোদীদের সর্বশেষ প্রাধান্য দিয়েছে। যুবসমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোন বিকল্প নেই। ফলে এলাকাভিত্তিক খেলোয়াড়দের এগিয়ে নিতে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, সাংবাদিক আজগর আলী খান, প্রমীলা ফুটবল টিমের কোচ উত্তরণ তালুকদার উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: খেলোয়াড়, জার্সি, রাজস্থলী
Facebook Comment