রাজস্থলীতে প্রেসক্লাবের জায়গা বরাদ্দ দিলো উপজেলা প্রশাসন


রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলায় রাজস্থলী উপজেলা প্রশাসন কর্তৃক সাংবাদিকদের আবাসস্থল করে দিলেন উপজেলা প্রশাসন। উপজেলা মাসিক সমন্বয় সভায় প্রস্তাবিত বরাদ্দের বিষয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খানের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন প্রেসক্লাবের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ প্রদান করেন।
দীর্ঘ প্রত্যাশার মাঝে এই দূর্গম পার্বত্য অঞ্চলের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড সেনা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সংবাদ প্রকাশ করে সাংবাদিকরা এ উপজেলার সুনাম অক্ষুন্ন রেখেছে। তারই পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বিভিন্ন পত্র পত্রিকা ও টিভি চ্যানেলে সম্প্রচারেও অবদান রেখেছে। রাজস্থলী উপজেলা প্রশাসনের সম্মানিত উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা ও নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক এর মহৎ উদ্যোগে রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।