parbattanews

রাজস্থলীতে বন্য শুকরের আক্রমনে স্কুল ছাত্র আহত

রাঙামাটি জেলার রাজস্থলী তে বন্য শুকরের আক্রমনে রাজস্থলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্র গুরুত্বর আহত হয়েছে।

সে উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি পাড়া অরুন চন্দ্র ত্রিপুরা ছেলে ঈশ্বরচন্দ্র ত্রিপুরা(৯)।

তার পরিবার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার ইশ্বর চন্দ্র প্রতিদিনের ন্যায় তার মার সাথে জুম ক্ষেতে পাকা ধান পাহাড়া দেওয়ার সময় হঠাৎ পিছন থেকে বন্য শুকর তাকে আক্রমন করে। মুখমন্ডল ও হাতের পাশে কামড় দিয়ে রক্তাত্ত করে ফেলে।

এসময় তার মা চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা সংকটপুর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে কর্তব্যরত ডাঃ আজমিরা সুলতানা জানান।

বর্তমানে জুম ক্ষেতে পাকা ধান খাওয়ার জন্য প্রতিদিন বন্য শুকর ও বন্য প্রানীর অহরহ দেখাযায় বলে স্থানীয় কাপ্তাই মৌজার হেডম্যান বীরন্দ্র ত্রিপুরা জানান।

Exit mobile version