রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের তম্বসী পাড়াএলাকায় হঠাৎ করে বন্যাহাতির উৎপাত দেখা দিয়েছে বলে জানান এলাকাবাসী।
গত কয়েকদিন আগে কাপ্তাই হরিনছড়া হতে বন্য হাতির দল চিৎমরম এলাকা দিয়ে প্রবেশ করে রাজস্থলী উপজেলার বিভিন্ন পাড়ায় নেমে এসব হাতি তান্ডব শুরু করতে পারে, বলে আশঙ্কা করছেন পাহাড়ে বসবাসকারী লোকজন।তারা জানান, গত কয়েকদিন ধরে আড়াছড়ি সীমান্তে রাজস্থলীর অংশে একদল বন্যহাতি উৎপাত শুরু করে। এতে পাহাড়ে থাকা ক্ষুদ্র- নৃ গোষ্টিরা আতঙ্কিত হয়ে পড়েছেন।স্থানীয় এলাকাবাসীরা জানান, বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল হতে এলাকায় তান্ডব চালাচ্ছে। যে কোন সময় উপজেলার তম্বসী পাড়া, ছাইংখং পাড়া, হাজি পাড়া, তালুকদার পাড়া, নোয়া পাড়ায় নেমে তান্ডব শুরু করতে পারে বলে স্থানীয়রা আশংকা প্রকাশ করেছেন। তম্বসী পাড়া গ্রামবাসী এসব হাতির তান্ডব দেখেছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।মদনকার্বারী পাড়া গ্রামের বাসিন্দা বলেন, নিরন্তন তনচংগ্যা রবিবার সন্ধ্যা থেকে বন্যহাতির দল পাড়ায় হানা দিচ্ছে, আমরা ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছি।এ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, পাড়াবাসীরা বন্য হাতির আতঙ্কের কথা জানিয়েছেন। আমি এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। বন বিভাগ হাতি তাড়ানোর ব্যবস্থা নিচ্ছেন।রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, রাজস্থলীতে হাতির তান্ডবের বিষয়ে শুনছি। এরপরও গ্রামবাসীকে সতর্ক থাকতে হবে এবং রাতে হাতে মশাল নিয়ে গ্রুপ করে গ্রামের লোকজনকে পাহারা দিতে হবে। আমি বন বিভাগ কে বিষয়টি অবগত করার চেষ্টা করছি যাতে বন বিভাগ বিষয়টি দেখে। তিনি আরো বলেন, হাতি যে রাস্তা দিয়ে যাবে তাকে বাধা দেয়া যাবেনা। বাধা দিলে সে তান্ডব চালাতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।রাজস্থলী সদর রেঞ্জ কর্মকর্তা তুহিনুল ইসলাম বলেন, হাতি কে উত্তেজিত করা যাবে না। সুতরাং রাতে মশাল বা ঢাকডোল পিটিয়ে তাদের তাড়াতে হবে। হাতি যে রাস্তা দিয়ে যাবে তাকে বাঁধা দেওয়া যাবে না। সবাই সতর্ক থাকবেন নিরাপদে থাকবেন।হাতি তাড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লোকবল সংকট ও প্রয়োজনীয় সরন্জাম না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।প্রসঙ্গত, কয়েক দিন আগে ওগাড়ী পাড়া নামক এলাকায় মা হাতি তার শাবক টি রেখে চলে যায়। শাবক টি হটাৎ অসুস্থ হওয়াতে ঝিড়ির মধ্যে আটকে যায়। স্থানীয়রা বন বিভাগের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য চকোরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করেন। এর পর থেকে মা হাতির দল উম্মাৎ হয়ে বিভিন্ন এলাকায় তান্ডব চালাচ্ছে।
Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255