parbattanews

রাজস্থলীতে বিনামূল্যে সবজি বীজ পেল ২০০ কৃষক

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ক্ষতিকারক তামাকের বিকল্প চাষ হিসেবে উপজেলার বাঙ্গালহালিয়া, গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়নের উপকারভোগী প্রান্তিক চাষী ২০০ জন কৃষকের মাঝে বিনামুল্যে ৯ ধরনের ২৭৫ কেজি শীতকালীন সবজি বীজ প্রদান করা হয়েছে। বেসরকারি সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে সম্প্রতি মুজিববর্ষে আয়োজিত বিশ্ব খাদ্য দিবসে এ বীজ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার সঞ্চালনায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, কৃষি অফিসার হাসিবুল হাসান, সাংবাদিক আজগর আলী, চাউচিং মারমা, কাইয়ুম হোসেন মিরাজ, শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।

মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা বলেন, পার্বত্য অঞ্চলে তামাক চাষের বিপরীতে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে উপকাভোগী কৃষকদেরকে লাউ, বরবটি, সীমসহ ০৯(নয়) ধরনের বীজ দেওয়া হয়েছে। ফুল কপি, বাধাকপির চারাও দেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আলুর বীজ ও দেওয়া হবে।

Exit mobile version