রাজস্থলীতে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

fec-image

রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমান বলেছেন, সরকার পার্বত্যাঞ্চলের মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। এখানে যে সকল প্রকল্পের কাজ হচ্ছে তা খুবই সুন্দরভাবে করা হচ্ছে বলে মন্তব্য করেন এবং আগামী দিনগুলোতেও এরকম ভালো কাজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (৮ জুন ) দুপুর সাড়ে ১২ টায় রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় সরকারী সফরে এসে বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদ, ক্লিনিক ও ইউনিয়নের চলমান মুজিবর্ষের ঘরের কাজের তদারকি, ইউএনও অফিস পরিদর্শন, বিভিন্ন বিদ্যালয়, থানা পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেছেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং,বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ডা. রুইহলাঅং মারমা, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জেলা প্রশাসক, পরিদর্শন, প্রকল্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন