রাজস্থলীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ল্যাপটপ বিতরণ

fec-image

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকগণের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়ন নিয়ে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি -৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে ৪১টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ল্যাপটপ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবদুল করিম, রাজস্থলী থানার ওসি মো. জাকির হোসেন, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা।

পরে অতিথিবৃন্দ প্রাথমিকপর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য উপজেলার ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের হাতে ল্যাপটপ তুলে দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রাথমিক শিক্ষা, রাজস্থলী, ল্যাপটপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন