রাজস্থলীতে রাষ্ট্র কাঠামো মেরামতের দাবীতে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা

fec-image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ শুরু করেন।

প্রায় দুই ঘণ্টা বাজারের বিভিন্ন দোকান পাটে ঘুরে লিফলেট বিতরণ শেষ করেন। বিতরণের পর উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তনচংগ্যার সঞ্চালনায় উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মদ রুভেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাহাদাদ সায়েম বলেছেন, ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছি। তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের মধ্যে পৌছে দেয়া দরকার। রাজস্থলী উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে সেই দাবি জনগণের কাছে পৌছে দিচ্ছি।

লিফলেট বিতরণ ও আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, সহসভাপতি সগীর আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা, যুগ্ন সম্পাদক জেলা আহবায়ক পৌর যুবদল সিরাজুল ইসলাম, জেলা যুবদল যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন, আবদুল সালাম বাবলু, সহ রাজস্থলী উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন