parbattanews

রাজস্থলীতে শীর্ষস্থানে উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়

এসএসসি পরীক্ষার ফলাফল রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়।

বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে প্রাপ্ত ফলাফলে দেখা যায় এই প্রতিষ্ঠান হতে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় সর্বমোট ৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৩৭ জন। তার মধ্যে ১ জন অনুপস্থিত, ১ জন অকৃতকার্য হয়। ঘোষিত ফলাফলে এসএসসি পাসের হার ৯৪.৮৭% এই প্রতিষ্ঠান হতে।

আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন বলেন, স্কুলের এ ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এ কৃতিত্বে আমি সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাচ্ছি। আমরা আগামীতে বিদ্যালয়ের এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।

রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় এর এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ জানান, রাজস্থলীতে স্বনামধন্য এই প্রতিষ্ঠান বরাবরের মতো তাদের সফলতা ধরে রেখেছেন। আমি প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলকে অভিনন্দন জানাই।

Exit mobile version