রাজস্থলীতে শেষ হলো ২ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
রাঙামাটির রাজস্থলী উপজেলায় ২ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শেষ হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৬ ডিসেম্বর শুরু হওয়া এই মেলা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
মেলার শেষ দিনে হাজারো দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। পরিবার, বন্ধু-বান্ধবসহ দর্শনার্থীরা মেলায় এসে কেনাকাটা ও বিনোদনের সুযোগ গ্রহণ করেছেন। মেলায় ১০টি স্টলে হস্তশিল্প, কুটির শিল্প, খেলনা, নাগরদোলা, খাবার, পোশাকসহ নানা আকর্ষণীয় পণ্যের প্রদর্শনী ছিল। শিশুদের জন্য বিনোদনের আলাদা ব্যবস্থা ছিল।
এছাড়াও মেলায় সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোমুগ্ধকর অনুষ্ঠান আয়োজন করা হয়।
মেলার শেষ দিনে সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন (বিপিএম), থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী মেলা পরিদর্শন করেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিবছরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। রাজস্থলীবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মেলাকে প্রাণবন্ত করেছে। মেলার আয়োজন সকলের মানসিক প্রশান্তি ও বিনোদনের চাহিদা পূরণ করেছে।”
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, “বিজয় মেলায় ব্যাপক মানুষের উপস্থিতি প্রমাণ করে এই আয়োজন কতটা সফল হয়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং রাজস্থলী বাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই।”
উল্লেখ্য, রাজস্থলী উপজেলা পরিষদ মাঠে গত ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।