রাজস্থলীতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে কাপ্তাই জোন ২৩ ইষ্ট বেঙ্গলের সার্বিক সহযোগিতায় জোন কমান্ডারের নির্দেশনায় উপজেলার পাহাড়ী-বাঙালি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়অ
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকার সময় এই শীতবস্ত্র বিতরণ করেন রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর ইয়াসির আদনান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন নাজমুস সাকিব, ক্যাপ্টেন মোহাম্মদ ইয়াসিন শেখ, সাংবাদিক আজগর আলী খান, সাংবাদিক হারাধন কর্মকার, সাংবাদিক কাইয়ুমসহ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
পাহাড়ে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে হবে মন্তব্য করেন এলাকাবাসী। আইনশৃঙখলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর উন্নয়ন অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে।
মেজর ইয়াসিন বলেন, যারা উন্নয়নে বাধাগ্রস্থ করে পাহাড় নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে তাদের কঠোর হাতে দমন করা হবে। অস্ত্রধারী সন্ত্রাসীদের কর্মকান্ড পরিহত করে এলাকায় শান্তি ফিরিয়ে আনা সেনাবাহিনীর কর্তব্য। তাই এলাকায় কোন অশান্তি বিরাজ হলে সাথে সাথে আমাদেরকে খবর দিবেন। আমরা তা ব্যবস্থা করবো।