রাজস্থলীতে সেনা প্রধানের পক্ষে দুস্থদের মাঝে ৫৬ বেঙ্গলের ঈদ উপহার

fec-image

সেনা প্রধানের পক্ষ থেকে অটল ৫৬ বেঙ্গলের জোন অধিনায়ক লে. কর্নেল নূরে উল্লাহ জুয়েলের নির্দেশনায় কাপ্তাই জোনের অধীন রাজস্থলী সেনা ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ, অসহায় ও গরিব পরিবারের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০টায় অটল ৫৬ এর আওতাধীন এলাকায় গরিব ও অসহায়দের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সহায়তা প্রদান করেন কাপ্তাই জোনে অটল ৫৬ এর রাজস্থলী ক্যাম্প কমান্ডার ।

বিতরণকালে ক্যাম্প কমান্ডার বলেন, পূর্বের ধারাবাহিকতায় এবারের ঈদেও মাননীয় সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে এ বিশেষ ঈদ উপহার প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সেনা প্রধানের পক্ষ থেকে ভবিষ্যৎতেও সুবিধা বঞ্চিতদের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান ক্যাম্প কমান্ডার ।

এ ছাড়াও কাপ্তাই জোনের বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দুস্থ ও গরিব পরিবারবর্গের মাঝে ঈদের বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন