parbattanews

রাজস্থলীতে স্থায়ী সুশাসন কৌশল হিসেবে জনসচেতনতা বৃদ্ধির জন্য দিনব্যাপী কর্মশালা



রাজস্থলী প্রতিনিধি : 

বেসরকারি এনজিও সংস্থা সমাজ উন্নয়ন সংঘঠন ‘নওজোওয়ান’ ও ‘আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র’ এর যৌথ উদ্যোগে ‘দি রয়েল ড্যানিস এম্বোসি ঢাকা’র সার্বিক সহযোগিতায় পরিচালিত স্থায়ী সু-শাসন কৌশল হিসেবে জনসচেতনতা বৃদ্ধির জন্য দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় হেডম্যান দীপময় তালুকদারের কার্যালয়ে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় প্রাতিষ্ঠানিক আইন সমূহ গতিশীলকরণ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রুপান্তর চাকমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, চেয়ারম্যান দীপময় তালুকদার, চেয়ারম্যান উবাচ মারমাসহ হেডম্যান, কার্বারী, মেম্বার, চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

কর্মশালায় বক্তব্য রাখেন আশিকা মানবিক কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, এডভোকেট কক্সী তালুকদার (প্রকল্প পরিচালক), অনুপম খিয়াং, হৃদয় কান্তি তঞ্চঙ্গ্যা, প্রান্তর খিসা প্রমূখ।

Exit mobile version