parbattanews

রাজস্থলীতে ৩ করোনা সন্দেহ রোগীর রিপোর্টে একজন পজেটিভ ২ জন নেগেটিভ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় করোনা সন্দেহে তিন জন করোনা রোগীর নমুনা সংগ্রহ করে গত বৃহস্পতিবার (৭ মে) চট্রগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেন্স সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল।

এ রির্পোটের মধ্যে অংসিনু মারমা নামক একজনের পজেটিভ ও বাকি দুই জনের নেগেটিভ এসেছে। এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জেন ডা. বিপাশ খীসা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা জানান, তাদের মধ্যে কোন সমস্যা এখন পর্যন্ত দেখা যায়নি। ইতিপূর্বে তারা ঢাকায় করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করলে রির্পোটে নেগেটিভ আসছে বলে জানান। তাদের কে আইসোলেশনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রইহলাঅং মারমা জানান, করোনার পজেটিভ ব্যক্তিকে গভীর পর্যবেক্ষনে রাখা হবে।

Exit mobile version