রাজস্থলীর ইউএনও’র বিদায় সংবর্ধনা

fec-image

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক সম্প্রতি পদোন্নতি পেয়ে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হয়েছে। তাই ছেড়ে যেতে হচ্ছে রাজস্থলী উপজেলাকে। ছেড়ে যাওয়ার বেলায় ভালবাসা ও আবেগ মিশ্রিত বিদায়ী সংবর্ধনা দিতে ভুলেনি রাজস্থলী পরিষদ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

২৪ মে (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে রাজস্থলী উপজেলা হলরুমে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খানের নেতৃত্বে সকল সদস্যের ভালবাসায় সিক্ত বিদায়ী সংবর্ধনা পেয়েছেন নির্বাহী অফিসার শেখ ছাদেক।

রাজস্থলী উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার বিভিষনের সঞ্চলনায় ডাঃ রুইহলাঅং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পাঠোয়ারী, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা, সহ জি ও এনজিও বিভিন্ন বিভাগের কর্মকর্তা রাজনৈতিক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন ও তার উজ্বল ভবিষ্যত কামনা করেন। বিদায়ী শেখ ছাদেক উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবার চাকরীর খাতিরে কর্তব্য আদায় করতে গিয়ে অনেকজনের কাছে হয়তো খারাপ হয়েছি। আমার কিছু করার ছিল না, সরকারের নির্দেশনা অনুযায়ী আমাকে আমার কর্তব্য পালন করতে হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর উপকার গুলো যথাযতভাবে বাস্তবায়ন করতে পেরে আমি নিজে কে ধন্য মনে করছি। এ ক্ষেত্রে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন