রাজস্থলীর ফারুয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইট বোঝাই ট্রাক

রাঙামাটির রাজস্থলী-বিলাইছড়ি সীমান্তের ফারুয়া ও শুক্কুরছড়ি সড়কের ফারুযা বাজার নামক স্থানে ইট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানাগেছে।
রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কের কাজে ব্যবহার করার জন্য উপজেলার ইটভাটা থেকে ইট বোঝাই ট্রাকটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ফারুয়া বাজার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। ইট বোঝাই ট্রাকটি উঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। ইতিপূর্বে কয়েকবার পাথর বোঝাই ট্রাক সড়কে দুর্ঘটনায় পড়ে যানজট সৃষ্টি করে। ফলে তাদের বেগতিক গাড়ি চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে সীমান্ত সড়কের দায়িত্বপ্রাপ্ত নাম প্রকাশে অনিছুক এক ঠিকাদার বলেন, আমাদের গাড়িগুলো দুর্গম এলাকায় মালামাল পরিবহন করে। গাড়িগুলোর মেয়াদ শেষ হলে আমরা মেরামত করার জন্য পাঠাই। সে গাড়ি দিয়ে মালামাল পরিবহন করি।