রাজস্থলী উপজেলায় কারিতাস, এগ্রো-ইকোলজি প্রকল্পের উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে সবজি বীজ বিতরণ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা বেসরকারি এনজিও সংস্থা কারিতাস, এগ্রো- ইকোলজি প্রকল্পের উদ্যাগে (১৮ মে) সোমবার রাজস্থলী উপজেলার বগাছড়ি পাড়া এলাকায় প্রান্তিক জুম চাষীদের মাঝে বিভিন্ন জুমের সবজির বীজ, যেমন অহড়র, বেগুন, মরিচ, মিষ্টিকুমড়া, বরবটি, চিরনাল ও জুমের বিভিন্ন কচু এবং ধানবীজ প্রায় ২০ জন জুমচাষীদের মাঝে বিতরণ করেন উপজেলা কারিতাস এগ্রো- ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বগাছড়ি পাড়া কার্বারী বিশুলক্ষ তনচংগ্যা, প্রকল্পের সিনিয়র মাঠ সহায়ক রবিউল ইসলাম, মাঠ সহায়ক অংনুচিং মারমা প্রমুখ।
কৃষকরা বলেন কারিতাস আমাদের পাশে থেকে জুমচাষ করার জন্য সাহায্য সহযোগিতা করছেন, আমরা উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছি। উৎপাদিত ফসলাদী বাজার জাত করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। আমরা কারিতাসকে আরও সাহায্য সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।