রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যােগে শান্তি মিছিল
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অংশ হিসেবে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শান্তি মিছিলটি বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বাজার এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মেম্বার, রফিকুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Facebook Comment