রাজস্থলী ও বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ছাত্রদলের স্মারকলিপি


ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও সাজা নিশ্চিত করার দাবি এবং দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফ্রেবুয়ারি) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলার রাজস্থলী সরকারি কলেজ ও বাঙ্গালহালিয়া কলেজে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনির উদ্যােগে সরকারি কলেজ এর অধ্যক্ষ বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।
এসময় বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে,গাইন্দ্যা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হ্লাচিং মারমা মিদু,ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বেলাল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, মামুন খান সহ ছাত্রদলের উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেত্রীবৃন্দ কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।