parbattanews

রাজস্থলী তুলাছড়ি পাড়ায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়ি পাড়ায় দীর্ঘদিনে প্রত্যাশিত বিদ্যুতের আলোয় পরিণত হয়েছে। সম্প্রতি রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা প্রথান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আসছে। দেশের আনাচে কানাচে তিনি বিদ্যুৎ এর আওতায় আনার চেষ্টা করছেন। অচিরেই এ দুর্গম পার্বত্য রাজস্থলীতে বিদ্যুৎ এর আওতায় এনে বর্তমান সরকারে সুনাম অক্ষুন্ন রাখার চেষ্টা করবো। দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন বাঁধাগ্রস্ত করছে কিছু স্বার্থান্বেষী মহল। তাদের প্রতিহত করলে দেশ আরও উন্নয়নের জোয়ারে ভাসবে।

চেয়ারম্যান আরও বলেন, আওয়ামী সরকার পার্বত্যাঞ্চলের অনেক উন্নয়ন করেছেন। জিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের সাথে তাল মিলিয়ে আগাচ্ছে পাহাড়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প। আগামী ১ বছরের মধ্যে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি, গাইন্দ্যায় বিদ্যুৎ আওতায় আনা হবে। এছাড়া অত্র উপজেলা যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাটেও যথাযত পরিবর্তন আনা হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লংবতি ত্রিপুরা, চন্দ্রঘোনা আবাসিক বিদ্যুৎ সরবরাহ নির্বাহী প্রকৌশলী আশরাফি মুজিব সহ তুলাছড়ি, বিমাছড়া এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

Exit mobile version