রাজস্থলী প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপন

fec-image

সময়ের চাকা আরও এক পাক ঘুরে এল। রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ ১৪৩২ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার ১৪ এপ্রিল ২০২৫, পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উপলক্ষে সকাল ৮টায় রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে হতে একটি আনন্দ শোভযাত্রা, রাজস্থলী উপজেলার প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, বাঙ্গালী, তনচংগ্যা, মারমা, ত্রিপুরা, খিয়াং সম্প্রদায় ও বিভিন্ন বিদ্যালয়, উপজেলা প্রশাসন, পুলিশসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

নতুন বছরের নতুন দিনটি উদ্‌যাপিত হয় সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ হিসেবে। ঋতুভিত্তিক এই অসাম্প্রদায়িক উৎসবে অংশ নেন দেশের ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, নির্ধন–নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ।

দিনে দিনে দেশের গণ্ডি পেরিয়ে বিস্তার ঘটেছে বৈশাখী উৎসবের। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাভাষী মানুষও সেসব দেশে তাঁদের সামর্থ্য অনুযায়ী পয়লা বৈশাখে নববর্ষ উদ্‌যাপনের উৎসব আয়োজন করছেন। ফলে পয়লা বৈশাখের এই উৎসব হয়ে উঠেছে বাঙালির জাতিসত্তা ও সংস্কৃতি উদ্‌যাপনের এক বিপুল বর্ণাঢ্য মহোৎসব।

নতুন বছর মানেই একটি নতুন সম্ভাবনা। নতুন বছরে, নতুন দিনের এই উদ্‌যাপনে পুরোনো বছরের ব্যর্থতার গ্লানি, অক্ষমতার আক্ষেপ কাটিয়ে নতুন উদ্যমে দেশ, জাতি, সমাজ ও ব্যক্তিজীবনের সমৃদ্ধি অর্জনের প্রেরণাও থাকবে। প্রত্যয় থাকবে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রগতির পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার।

শোভাযাত্রা শেষে উপজেলা মাঠ প্রাঙ্গণে শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে, এই সময় আরও উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মেম্বার, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, জামায়াতের আমির মাওলানা ফরিদ আহম্মদ, বিএনপির যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান,ডা সিবলী সফিউল্ল্যাহ,উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুর জামান রাজু , রাজস্থলী ফায়ার স্টেশন অফিসার মনসুর প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন