রাবিপ্রবিতে দিনব্যাপী পিঠা উৎসব

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( রাবিপ্রবি) ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি (এমবিএস) এর উদ্যোগে প্রথমবারের মত পিঠা উৎসবের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান ।পিঠা উৎসবে উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, যারা খারাপ কাজের মধ্যে রয়েছে তাদেরকে ভালো কাজের মধ্যে আসতে হবে। যারা পরীক্ষায় বার বার ইম্প্রুভমেন্ট দেয়; এটাও একটা খারাপ কাজ। এসমস্ত খারাপ কাজ থেকে বের হওয়ার জন্য পিঠা উৎসবের মত পাঠক্রম বহিঃ কাজের পাশাপাশি পড়াশুনা ঠিক রাখতে হবে।শিক্ষার্থীদের উদ্যেশ্যে তিনি আরও বলেন, প্রতিদিন পুরো ক্যম্পাসকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের। একটি ক্লিন ক্যম্পাস গড়ে তোলার জন্য সবার দায়িত্ববোধের মাধ্যমে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের দেয়ালে, বেঞ্চে যারা লিখে তাদের এগুলো না করার আহ্ববান জানান। রাবিপ্রবির জন্য যাদের দুঃখ রয়েছে, আক্ষেপ রয়েছে সেগুলো ঘোচাবার জন্য যতদিন রয়েছি সবাই রাবিপ্রবির জন্য একসাথে কাজ করে যাবো।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাবিপ্রবি'র ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার, সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ধীমান শর্মা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি (এমবিএস) এর সহ-সভাপতি ফাহিমুল আনোয়ার, সাধারণ সম্পাদক জনাব মোঃ সোলেমান বাদশা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।পিঠা উৎসবে স্থানীয় পাহাড়ি নানা পদের বাহারী পিঠাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও বিক্রি করা হয়। স্থানীয় পাহাড়ি পিঠাগুলোর মধ্যে সান্নে পিঠা, বরা পিঠা, বিনি হোগা এবং অন্যান্য পিঠা ও খাদ্যের মধ্যে বড়ই হোরবো, হুরো হোরবু, পাজন তোন, মটর, সেমাই, চিকেন রোল, পাটি চাপ্তা, জাপানিজ সুসি, পুডিং, চটপটি, হ্রদয় হরণ পিঠা, পুলি পিঠা, ফুল ঝুড়ি পিঠা, নারিকেল সুন্দরী পিঠা, মোলিনা পিঠা, ডিম সুন্দরী পিঠা এবং সুজির হালুয়াসহ অন্যান্য নানা রকরের খাদ্য সামগ্রী।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যম্পাসে প্রায় ১০ টি স্টলে নানা ধরণের পিঠার পসরা সাজিয়ে স্টল দিয়ে পিঠা প্রদর্শনী ও বিক্রি করেছে। পিঠা উৎসবকে ঘিরে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা করা হবে।
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255

Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন